মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার থেকে বৈরুত বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে যে জল্পনা-কল্পনা করা হয়েছে, তা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। তিনি বলেন, এটা অসম্ভব। তবে সব ধরনের আশঙ্কা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। গত ৪ আগস্টের ওই বিস্ফোরণে ১৭৮ জন নিহত ও ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বৈরুত বন্দরে মজুদ করে রাখা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লেবাননে প্রভাবশালী হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর মিত্র মাইকেল আউন। একটি ইতালীয় পত্রিকাকে সাক্ষাৎকারে তিনি বলেন, বন্দরে কোনো অস্ত্র মজুদ রাখেনি হিজবুল্লাহ। এর আগে হিজবুল্লাহর তরফেও একই দাবি করা হয়েছে। আউন বলেন, এমন একটি বড় দুর্ঘটনা থেকে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। বৈরুত বন্দরে ভারী অস্ত্র মজুদ রাখার কথা অস্বীকার করেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। তিনি বলেন, তদন্তের ফল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে এটা যদি ইসরাইলি কোনো নাশকতা হয়, তবে তাদের বড় খেসারত দিতে হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।