বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে ফিরোজ উদ্দিন নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০জন।
মঙ্গলবার বিকেলে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফিরোজ উদ্দিনের শরীরে গত ১৩আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার হোলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ওই হাসপাতালে সোমবার রাতে মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ঘন্টায় জেলার সদরে ১৯, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ৭, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ২, সেনবাগে ৫, কবিরহাটে ৮ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৪জনসহ ৫০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪০১৭। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭১০, আইসোলেশনে রয়েছেন ১২৩২ ও মারা গেছেন ৭৫জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।