গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। মঙ্গলবার সকালে তাকে হাপাতালে নেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত দিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থবোধ করেন তিনি। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য জানান, সোমবার রমনা মডেল থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর রাতে অসুস্থবোধ করেন। সুস্থ হলে বুধবার তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর পর রমনা মডেল থানা হেফাজতেই ছিলেন তিনি।
সাহেদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ায় সুদসহ দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।