Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারা এলাকায় গতকাল পুকুরে গোসল করতে নেমে সাগর (১৯) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। গতকাল বেলা ১১টায় একশ ফিট রাস্তার কাঠালদিয়া এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সাগরের গ্রামের বাড়ি বরগুনা জেলা সদরের চারকতরি এলাকায়। বাবার নাম জাকির হোসন।
নিহতের মা নাসিমা বেগম জানান, তারা বর্তমানে উত্তর বাড্ডা শাহজাদপুর এলাকায় থাকেন। সাগর নতুন বাজারের একটি ওয়ার্কশপে কাজ করে। গতকাল বেলা ১১টায় সাগর তার বন্ধু আবির ও রিফাতসহ কয়েকজন মিলে কাঠালদিয়া এলাকায় ঘুরতে যায়। সাগর একাই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ