Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী মনোনয়নে ডেমোক্র্যাটদের ডিজিটাল কনভেনশন শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলন সোমবার থেকে শুরু হয়েছে। ৪ দিনের এই ভার্চুয়াল সম্মেলনে সারা দেশ থেকে যে সব প্রতিনিধি ও বক্তা অংশ নেবেন, তাদের মিলিত লক্ষ্য একটাই,আর তা হলো ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তাদের প্রার্থী, জো বাইডেনকে জয়যুক্ত করা। ডেমোক্র্যাটিক দলের প্রাক্তন দুই প্রেসিডেন্ট, বারাক ওবামা ও বিল ক্লিনটন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিলারি ক্লিন্টনসহ বহু উজ্জ্বল তারকা-বক্তা জো বাইডেন ও তার নির্বাচনী জুটি, সেনেটর, কমলা হ্যারিসের গুণাবলীর প্রশংসা করবেন তাঁদের ভাষণে। কামলা হ্যারিসই হচ্ছেন প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ-এশিয়া আমেরিকান বংশোদ্ভূত প্রার্থী, যিনি বড় ধরনের কোন দলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন। করোনা সঙ্কটের কারণে জো বাইডেন, তার ডেলাওয়্যার বাসভবন থেকে দলের মনোনয়ন গ্রহণ ও ভাষণ দেবেন। অন্যদিকে রিপাবলিকান দলীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা ২৪ আগস্ট উত্তর ক্যারোলিনার শার্লোটে সংক্ষিপ্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। এরপর ভাবা হচ্ছে, ২৭শে আগস্ট, প্রেসিডেন্ট ট্রাম্প, দ্বিতীয় দফা মনোনয়নের প্রস্তাব গ্রহণ করবেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে এক ভাষণের মাধ্যমে। খবরে বলা হয়, কিন্তু অন্যবারের মতো না হয়ে এবার পুরোপুরি ব্যতিক্রমী কনভেনশন হচ্ছে। একে বলা হচ্ছে ডিজিটাল কনভেনশন। অর্থাৎ ডিজিটাল পোর্টালেই হবে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছিল কনভেনশনের জন্য। এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিপর্বে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না। এই কনভেনশনে দলীয় প্রায় ৪৮০০ ডেলিগেট আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী মনোনীত করে। দলীয় নীতি কি হবে তা নির্ধারণ করে। ধারাবাহিক বক্তব্য দেয়া হয়। তবে এবার এতে হাতেগোনা কিছু ব্যক্তি উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন। তা সারাদেশে প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যের অর্ধেকের মতো থাকবে আগে থেকে রেকর্ড করা। তা প্রতি রাতে দুই ঘন্টা করে প্রচার করা হবে। এর মধ্যে থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্টরা, বেশ কিছু উচ্চ পর্যায়ের সিনেটর, যারা কয়েক মাস ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এ ছাড়া বক্তব্য রাখবেন দলীয় খুব বেশি সম্মানিত কর্মকর্তা ও উদীয়মান তারকারা। থাকবেন রিপাবলিকান দলের সাবেক একজন গভর্নর ও প্রেসিডেন্ট পদের প্রার্থী। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক। আয়োজকরা বলেছেন, রিপাবলিকান দলের আরো কমপক্ষে একজন প্রথম সারির নেতা এতে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সঙ্গীত জগতের অনেকে উপস্থিত থাকবেন। তার মধ্যে রয়েছেন জন লিজেন্ড, কমন, বিলি ইলিশ এবং চিকস প্রমুখ। জো বাইডেন শুক্রবার ঘোষণা করেছেন যে, মোট ৫০টি রাজ্যে অনলাইনে অনুষ্ঠান দেখা যাবে। ভিওএ, রয়টার্স, সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল-কনভেনশন-শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ