Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ লাখ করোনা রোগী শনাক্ত : ডব্লিউএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৩:৪৯ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৯৪ হাজার ২৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর এই প্রথম একদিনে এত মানুষ ভাইরাস আক্রান্ত হল বলে জানিয়েছে বিবিসি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবমতে, বিশ্বে এখন পর্যন্ত দুই কোটি ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে সাত লাখ ৭১ হাজারের বেশি মানুষের।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭০ হাজার। আর আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। নিউজিল্যান্ডে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির উপপ্রধানমন্ত্রী নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়া ৫ মাসের মধ্যে নতুন রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে শনিবার। এদিন দেশটিতে নতুন ১৬৬ জন ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১১ মার্চের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
ব্রাজিলে ৩৩ লাখ ১৭ হাজারের বেশি, ভারতে ২৫ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দেওয়া হয়েছে সরকারিভাবে।
রাশিয়ায় ৯ লাখ ২২ হাজার, দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৮৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এ ভাইরাস সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে। বিশ্বে এ পর্যন্ত যত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার ২৮ শতাংশই এসব দেশের। আর বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশও ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে।
অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি থাকায় এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিরা হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ