Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার আক্রান্ত দীলিপ কুমারের দুই ভাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১১:১৩ এএম

প্রাণঘাতী করোনা ভাইরাস একের পর এক হানা দিচ্ছে বলিউড তারকাদের অন্দরমহলে। আমির খান, করণ জোহর, অমিতাভ বচ্চনের পর এবার ভাইরাসটি হানা দিলো বলিউডের বর্ষীয়ান অভিনেতা দীলিপ কুমারের পরিবারে। এতে সংক্রমিত হয়েছেন অভিনেতার দুই ভাই ঈশান ও আসলাম খান। তবে দীলিপ কুমার ও তাঁর স্ত্রী অন্য বাড়িতে থাকার কারণে সুরক্ষিত রয়েছেন তারা।

জানা গিয়েছে, গেল কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেতার দুই ভাই। এদিকে ঈশান খানের বয়স ৯০, অন্যদিকে আসলামের বয়স ৮৮ বছর। তাদের দু'জনের শরীরেই ভাইরাসটির উপস্থিতি মিলেছে। তাই বয়সের কারণে খুব শিগগিরই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আপাতত সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। দুজনেরই অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে ভেল্টিনেটর সাপোর্টে রাখা হয়েছে।

এরই মধ্যে বিএমসির তরফে অভিনেতার দুই ভাইয়ের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। তাদের পুরো বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে। পাশাপাশি আশেপাশের এলাকা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে করোনা প্রাদুর্ভাব দেখা দিলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন দীলিপ কুমার। সেসময় তিনি লিখেছিলেন, সবাই সুরক্ষিত থাকুন এবং ঘরে থাকুন। এবার চিন্তা বাড়ালেন সেই অভিনেতাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ