Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈরুত পুনর্গঠনে ৫৬.৫ কোটি ডলার

বিস্ফোরণের পর ট্রমায় ভুগছে মানুষ, তিন লাখ গৃহহীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাসায়নিক বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের সহযোগিতা ও রাজধানী বৈরুত পুনর্গঠনে ৫৬.৫ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সহায়তা তহবিলে অর্থদানে সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীগুলোর প্রতি আবেদন জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, লেবাননের বিধ্বস্ত অর্থনীতি পুনর্নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তার মাধ্যমে দেশটির পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। এদিকে লেবাননে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দাবি জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী ইসলামী দল হিজবুল্লাহ। নতুন সরকার গঠন নিয়ে জোর আলোচনার মধ্যে শুক্রবার এক বিবৃতিতে এ আহবান জানান দলটির প্রধান হাসান নাসরুল্লাহ। এ খবর জানায় এএফপি। এদিকে, বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর ট্রমায় ভুগছে বেঁচে যাওয়া মানুষ। ওই ঘটনায় ৩ লাখের মত মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। সেইভ দ্যা চিলড্রেনের হিসেব অনুযায়ী বিস্ফোরণে এক লাখ শিশু গৃহহীন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আতঙ্কগ্রস্ত। ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন বাসায় খেলছিল তিন বছরের শিশু আবেদ ইতানি। বিস্ফোরণে ঘরের কাচের দরজা টুকরা টুকরা হয়ে যায়, কেটে যায় ইতানির হাত-পা। আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে। জরুরি কক্ষে ইতানির চোখে পড়ে আহত ও রক্তাক্ত শিশু, বয়েসী আরও অনেকেকে । তারপর থেকে আর স্বাভাবিক আচরণ করছে না ইতানি, ট্রমায় চলে গেছে ছোট্ট অবুঝ শিশুটি। ইতানির মা বলছেন, ‘আমি যখন হাসপাতালে যাই, তখন দেখতে পাই, ইতানি জরুরি সেবাকক্ষের এক কোনায় বসে কাঁপছে এবং রক্তাক্ত মানুষগুলোকে দেখছে। জরুরি সেবাকক্ষের পুরো মেঝে তখন রক্তে ভেসে যাচ্ছিল।’ তিনি জানান, তারপর থেকে ইতানি লাল যেকোনো কিছু দেখলেই ভয় পাচ্ছে। সে লাল জুতা পরতেও ভয় পাচ্ছে। ইতানি চাইছে এই লাল জুতাগুলো ধুয়ে দেওয়া হোক। ইতানির মতো আরও দুই শিশু ইয়াসমিন (৮) ও তালিয়া (১১)। এই দুই শিশুর মা জয়নাব গাজালে বলেন, এই বিস্ফোরণে তাঁদের ঘরের জানালা ভেঙে গেছে। তারপর থেকে শিশু দুটি আর একা ঘুমাতে চায় না। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈরুত-পুনর্গঠন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ