বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘন্টায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্তে,অপরজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এরা হলেন, তালা উপজেলার কুমিরা গ্রামের লাবণ্য কুমার রায়ের স্ত্রী আন্দ্রালী রায় (৬৮) ও যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া গ্রামের আব্দুল সামাদের স্ত্রী আমেনা খাতুন (৫৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম জানান, তালার আন্দ্রালী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ১৪ তারিখ রাত দুইটার দিকে মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে শার্শার আমেনা খাতুন আজ (১৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে মারা গেলেন। আমেনা খাতুনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই দুইজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত মারা গেলেন মোট ৯৮ জন। এদের মধ্যে করোনা আক্রান্তে ২৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।