পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ থেকে ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরপর লোকাল ও মেইল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এতোদিন ট্রেন চলাচল করেছে সীমিত আকারে। সেক্ষেত্রে সারাদেশে মাত্র ১৯টি ট্রেন চালু ছিল।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আজ রোববার থেকে ১২ জোড়া আন্তনগর এবং একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে। ট্রেনগুলো তাদের পুরনো সময়সূচি অনুযায়ী চলাচল করবে। আজ যে সব ট্রেন চালু হচ্ছে সেগুলো হলো, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।
সরকার সাধারণ ছুটি প্রত্যাহার করে নেওয়ার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন রুটে ১৯টি আন্তনগর ট্রেন পুনরায় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ থেকে চালু হওয়া ট্রেনগুলোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। ট্রেনে আসনবিহীন কোনো যাত্রী পরিবহন করা হবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। ঢাকায় বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী স্টেশনে আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতী থাকবে না। সেই সঙ্গে ট্রেনের ভেতরে বন্ধ থাকবে খাবার সরবরাহ ব্যবস্থা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের কারণে প্রায় দুই মাস রেল পরিষেবা বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত আকারে তা চালু করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।