Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস আর স্বাধীনতার লড়াই এককথা নয় : নিসার আলী

সন্ত্রাসীরা কোনোদিন শহীদ হতে পারে না : রাজনাথ সিং

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

তিক্ত পরিস্থিতিতে মধ্যাহ্নভোজ না করেই বৈঠকের মাঝপথ থেকে দিল্লি ফিরে গেলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : খুব সঙ্গতকারণেই পাকিস্তানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফর এবার খুব একটা সুখকর হয়নি। ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের বাক্যবাণে পরাস্ত হয়ে বৈঠকের মাঝপথেই দিল্লি ফিরে যান তিনি। সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিতে গিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যায়। এই সম্মেলনে রাজনাথ ভালো করে করমর্দন পর্যন্ত করেননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খানের সাথে। কোনো রকম হাতে হাত ছুঁইয়ে সৌজন্য সেরেছেন। অন্যদিকে এর পাল্টা হিসেবে পিটিভিতে রাজনাথের ভাষণও প্রচার করেনি পাকিস্তান। দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিস্তর অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার রাতে ইসলামাবাদ গিয়ে বৃহস্পতিবার বিকেলেই সার্ক বৈঠকের মাঝপথে দিল্লি ফিরে যান রাজনাথ। উল্লেখ্য, সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দিনের শুরুটা যেমন তিক্ত ছিল, শেষটাও ছিলো একই রকম। বৈঠক শেষে মধ্যাহ্নভোজে যোগ দেননি রাজনাথ। সরাসরি দেশের উদ্দেশে রওনা হন তিনি। দিল্লি ফিরে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
সার্ক বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সন্ত্রাস দমনে তারা কতোটা আন্তরিক সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেন। তার বক্তব্যের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে বক্তৃতা দেন। তিনি অভিযোগ করে বলেন, কাশ্মীরে নিরীহ মানুষের উপর যেভাবে বল প্রয়োগ করা হচ্ছে তা সন্ত্রাসেরই শামিল। সন্ত্রাসবাদ নিয়ে দাবির আড়ালে স্বাধীনতার দাবিকে লুকিয়ে রাখা উচিত নয়। সন্ত্রাস আর স্বাধীনতার লড়াই এক নয়, পার্থক্য আছে। তিনি বলেন, পাকিস্তান সব বিষয়েই সার্কের অন্য সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে চায়। ভারতের সঙ্গেও আলোচনার পথ বন্ধ হয়নি বলে তিনি মন্তব্য করেন।
শরিফ এবং নিসারের বক্তৃতার পরেই বৈঠকের সম্প্রচার বন্ধ করে দেয় পাকিস্তানের সরকারি চ্যানেল। অন্য কোনও সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারও ছিল না। ফলে রটে যায়, পাকিস্তান রাজনাথের বক্তব্য ব্ল্যাক-আউট করেছে। পরে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বৈঠকে আয়োজক দেশের প্রতিনিধিরা প্রথমে বক্তৃতা করেন। তারপর আর কিছু সম্প্রচার করার রীতি নেই। কারণ, তাতে খোলামেলা আলোচনার সুযোগ পাওয়া যায়।
ভারত অধিকৃত কাশ্মীরের গেরিলা নেতা বোরহান ওয়ানির হত্যাকা- এবং তার অনিবার্য পরিণতিতে কাশ্মীর উপত্যকায় সৃষ্ট সহিংসতাকে ঘিরে থমথমে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটা সময় মনে করা হচ্ছিলো ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকই বয়কট করবে ভারত।
পাকিস্তানের নাম উল্লেখ না করে রাজনাথ তার বক্তব্যে বলেছেন, আমরা বারবার দেখছি সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। দেয়া হচ্ছে হুমকি। সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে বড় চ্যালেঞ্জ। রাজনাথ বলেন, সন্ত্রাসীরা কোনো দিনই শহীদ হতে পারে না। ভাল সন্ত্রাসী, খারাপ সন্ত্রাসীর কথা বলে বিষয়টি গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, কেবল সন্ত্রাসী নয়, যেসব রাষ্ট্র তাদের সাহায্য করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া প্রয়োজন।
স্বাধীনতাকামী কাশ্মিরী নেতা বোরহান ওয়ানি ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর তাকে শহীদ বলে অভিহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নিহত বোরহান ওয়ানির সমর্থনে পাকিস্তানভুক্ত কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য এলাকায় একাধিক প্রতিবাদ সমাবেশ হয়েছে। ডন, পিটিআই, ওয়েবসাইট।
লন্ডনে হামলার পর নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ প্রহরা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস আর স্বাধীনতার লড়াই এককথা নয় : নিসার আলী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ