Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ৮:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা গত বৃহস্পতিবার ৫২ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। -খবর সিনহুয়ার বরাতে বাসস

সিএসএসই জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ২৭ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৫২৭ টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫২ লাখ ৪ হাজার ৭৫২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৬ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৫ লাখ ৯৪ হাজার ৫৫৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফ্লোরিডায় ৫ লাখ ৫০ হাজার ৯০১ জন, টেক্সাসে ৫ লাখ ২৪ হাজার ৪০০ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২২ হাজার ৭০৩ জন এ মহামারি ভাইরাসে আক্রান্ত হয়।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ