Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ১৩ দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ৮:০৮ পিএম

ঝিনাইদহ জেলা ক্রিড়া সংস্থার সদস্য এ্যাড. তাছিকুল আলম খান আকরাম শুক্রবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী কেভিড-১৯ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রীজ সংলগ্ন মরহুম নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি বেশ কিছু দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চলাফেরা করছিলেন। নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আস।ে গত ১১ আগষ্ট শ্বাসকষ্ট দেখা দিলে এ্যড আকরামকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। । গত ৩১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বড় ভাই জনতা ব্যাংকরে সাবকে কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই মারা গেলেন। এ্যড আকরামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিক সমি। এদিকে মরহুমের পরিবার পরিজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে যান ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক জীবন কুমার বিশ্বাস। এদিকে শনিবার বেলা ১১টার দিকে আকরামের মৃতদেহ ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়।উল্লখ্যে মৃত বরনকারী দুই সহদরই বএিনপি দলীয় সাবকে এমপি মসউির রহমানরে শ্যলক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ