Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান মহড়া ডুরান্ড লাইনের কাছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানের সঙ্গে সীমান্ত-ডুরান্ড লাইনের কাছে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ঘোস্তা জেলার কোসারি এলাকায় সামরিক মহড়া চালিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, মহড়ায় পদাতিক, কমান্ডো, সীমান্ত নিরাপত্তা বাহিনী ও বিমান বাহিনী অংশ নেয় এবং এতে ভারি ও হালকা অস্ত্র ব্যবহার করা হয়। সেনাবাহিনী প্রধান ইয়াসিন জিয়া ও অন্যান্য উচ্চ পর্যায়ের সেনা অফিসাররা মহড়া প্রত্যক্ষ করেন। জিয়া বলেন, আমাদের সামরিক মহড়া আফগানিস্তানে আমাদের শত্রু -মিত্র সবার জন্য একটি জবাব। তিনি আরো বলেন: সবার প্রতি আমাদের বার্তা হচ্ছে আমরা কখনো পরাজয় মেনে নেবো না এবং দেশের ভেতর ও বাইরে থেকে যেকোন হুমকি মোকাবেলা করার ক্ষমতা আমাদের নিরাপত্তা বাহিনীর রয়েছে। সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের প্রশংসা করেন তিনি। পাজোখ, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান-মহড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ