Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইলী বাহিনী

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলি সেনারা পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে দু’জন ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়েছে। গত জুন মাসে ওই দুই ফিলিস্তিনির হামলায় তেলআবিবে ৪ ইসরাইলি নিহত হয় বলে দাবি করেছে ইসরাইল। সেনাবাহিনীর এক নারী মুখপাত্র বলেন, সরকারের নির্দেশে গতরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই হামলাকারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। জুন মাসের ৮ তারিখে সারোনা মার্কেটে তাদের হামলায় ৪ বেসামরিক লোক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই হামলাকারী দু’জন পরস্পর জ্ঞাতিভাই। গত মাসে তেল আবিবের জেলা আদালতে এদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হত্যা প্রচেষ্টার অভিযোগও আনা হয়েছে। অপর এক ব্যক্তির বিরুদ্ধেও এই অভিযোগগুলো আনা হয়েছে। সে তাদেরকে বন্দুক সরবরাহ করেছে বলে অভিযোগে বলা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি হেবরনের দক্ষিণে অবস্থিত ইয়াত্তা এলাকায়। স্থানীয় নিরাপত্তা সংস্থা শিন বেত জানায়, ২০১৫ সালের জুলাই মাসে ইহুদি চরমপন্থীরা পশ্চিমতীরে অগ্নিসংযোগ করার পর এই হামলার পরিকল্পনা করা হয়। পশ্চিমতীরের ওই হামলায় এক ফিলিস্তিনি পরিবারের তিন সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে ১৮ মাস বয়সী এক শিশু ছিল। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইলী বাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ