মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মহামারির মধ্যেই পাকিস্তানের কর আদায় লক্ষমাত্রা ছাড়িয়েছে এবং রপ্তানি বেড়েছে। তিনি শুক্রবার বলেছেন, ‘আমি বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাতে আমাদের শিল্প কলকারখানা পুরোপুরি সচল হয়।সেটা হয়েছে এবং দেশের অর্থনীতির উপর ব্যবসায়ীদের আস্থা ফিরে এসেছে।– ডন, টাইমস অব ইন্ডিয়া, সামা টিভি
শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা একটি ইসলামিক ওয়েলফেয়ার রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে আইনের শাসন ও ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগনের অধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্য কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকতে হবে বলে তিনি মনে করেন। তিনি ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার জন্য তার সরকারের কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ বিষয়টি পাকিস্তান আন্তর্জাতিক সকল ফোরামে উত্থাপন করবে।
তিনি বলেন, বিগত দু’বছরের কঠিন সময়টাতে আমাদের কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। এখন আমরা বড় বড় সংকট কাটিয়ে উঠতে পেরেছি। কারণ, আমরা সেরকমভাবে অভাবে ছিলাম না। আমি জানি এটা জনগণের জন্য সহজ বিষয় নয়।তিনি বলেন, স্টক মার্কেটের উত্থান এবং কর সংগ্রহের পরিমাণ বাড়া থেকে সহজেই অনুমেয় যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যেখানে মহামারী সংকট বিশ্বের অর্থনীতিকে প্রায় ডুবিয়ে দিয়েছে, সেখানে দেশটির রপ্তানি বেড়েছে।
ইমরান খান বলেন, তার সরকার আবাসন খাতে বড় ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এতে সমপর্যায়ের অতিরিক্ত ৪০টি শিল্প খাত উজ্জীবিত হবে। তার মতে, পাকিস্তান অত্যন্ত দক্ষতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করেছে। এতে অর্থনৈতিক কার্যক্রম আরো বাড়বে। তবে এর মানে এই নয় যে, করোনাযুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।