Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে নেতৃত্ব দেয়ায় দেশটির স্বেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহর গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তুরস্কের একটি আদালত। গত ১৫ জুলাইয়ের ঐ অভ্যুত্থান চেষ্টায় ২৭০ জন মানুষ নিহত হন। তুরস্কের রাষ্ট্রীয় আনাদলু বার্তা সংস্থা জানিয়েছে, ইস্তাম্বুলের একটি আদালত গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানের নির্দেশ দেয়ায় গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গুলেন যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ফেতুল্লা গুলেনকে প্রথম থেকেই প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি গুলেনপন্থীদের ওপর ব্যাপক ধরপাকড় চালিয়েছেন। আটক করেছেন শিক্ষক, আইনজীবী, ডাক্তার, সরকারি কর্মচারী ও উচ্চ পদস্থ সেনা সদস্যদের। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ