Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ২:৩৪ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে সম্রাট (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। সম্রাট মিরপুর পৌরসভার জিয়া সড়কের একটি বাসার ভাড়াটিয়া লিপ্টন আলীর ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুল থেকে এবার পিএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, সম্রাটের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াপাড়া গ্রামে। তার মা কুষ্টিয়া পল্লী বিদুৎ সমিতির মিরপুর জোনাল অফিসে কর্মরত থাকায় তারা মিরপুরের জিয়া সড়কে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। শুক্রবার বিকেলে পাশের বাসার ছাদে প্রতিদিনের মতো ঘুড়ি উড়াতে যায় সম্রাট। এসময় অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই সে মারা গেছে বলে নিশ্চিত করেন ওই শিশুটির বাবা লিপ্টন আলী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ