Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

এ বছর মার্কিন অনুদান পাচ্ছে না পাকিস্তানি সেনাবাহিনী
ইনকিলাব ডেস্ক : চলতি বছর পাকিস্তানি সেনাবাহিনীকে কোনো আর্থিক সাহায্য দেবে না যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়ায় পাকিস্তানের সেনাবাহিনীকে ৩০ কোটি ডলার আর্থিক সহায়তা দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, তা মার্কিন কংগ্রেসকে জানায়নি পাকিস্তান। তাই পাকিস্তানি সেনাবাহিনীকে চলতি বছর কোনো আর্থিক সাহায্য দেয়া হবে না। গত বুধবার পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানকে অর্থসাহায্য দেয়া যাচ্ছে না। কারণ প্রতিরক্ষামন্ত্রী মনে করছেন, পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। এর আগে এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানকে যে ৭০ কোটি ডলার সাহায্য দেয়ার কথা ছিল, গত মার্চ মাসে তাও আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র কংগ্রেস। তাই মাস পাঁচেকের মধ্যে ১০০ কোটি ডলার হাতছাড়া হওয়ায় বেশ বিপাকে পড়েছে পাক সেনাবাহিনী। কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএফএফ-এর আওতায় পাকিস্তানকে এই ৩০ কোটি ডলার দেয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের । যে সব সহযোগী দেশ জঙ্গি এবং সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানোর জন্য অর্থ ব্যয় করে, তাদের সাহায্য করার জন্যই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তহবিল। পাকিস্তান দীর্ঘদিন ধরেই পেন্টাগনের কাছ থেকে এই সাহায্য পেয়ে আসছিল এবং তারাই এই তহবিল থেকে সর্বাধিক সাহায্যপ্রাপ্ত দেশ। কিন্তু যে পরিমাণ অর্থ এই দীর্ঘ সময়ে পাকিস্তানকে দেয়া হয়েছে, জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তানের ভূমিকা ততটা উল্লেখযোগ্য নয় বলে মনে করছে পেন্টাগন। তাই এই অনুদান আটকে দেয়া হচ্ছে বলে জানিয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগী হলেও, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামাবাদের ভূমিকায় বেশ কয়েক বছর ধরেই ওয়াশিংটন অসন্তুষ্ট। উত্তর ওয়াজিরিস্তানে তালিবানের বিরুদ্ধে কিছু অভিযান পাক সেনা চালিয়েছিল ঠিকই। রয়টার্স, এবিপি, ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ