মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গেইনার বুলের ওজন ২২৫ কেজি। খাওয়া-দাওয়াটাও যুৎসই। দিনে ১০ হাজার ক্যালোরি উদরপূর্তি করেন তিনি। আর তার সেই খাওয়ার খরচ জোগান তার অনুরাগীরাই। ফ্লোরিডার বাসিন্দা গেইনার বুল ওরফে ব্রায়েন ২০ বছর বয়স থেকে নিজের ওজন বাড়াতে শুরু করেছেন। ছোট থেকে এটা আমার শখ, বলছেন ব্রায়েন। সংবাদমাধ্যমকে ৪৪ বছরের ওই ব্যক্তি বলছেন, “ছোট থেকেই কার্টুন দেখতে ভালবাসতাম। হৃষ্টপুষ্ট কার্টুন চরিত্রগুলিকে ভাল লাগত। সেই থেকেই নিজেকে ওইরকম গড়ন তৈরি করার চেষ্টা করতাম। তাই দশ বছর বয়স থেকেই একটু-একটু করে ওজন বাড়াতে শুরু করলাম। শুরু করলাম কসরতও। ২০ বছর বয়স থেকে খাওয়াও বাড়ালাম।” ২০ বছর বয়সে ওজন ছিল ৮১ কেজি। আর ৪৪ বছর বয়সে ওজন বেড়ে দাঁড়াল ২২৫ কেজি। আর এই ওজন বাড়াতে প্রতিদিন ১০ হাজার ক্যালোরির খাওয়া-দাওয়া করেন ব্রায়েন। তার খাওয়া-দাওয়া অনলাইনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। অনুরাগীরা গ্যাঁটের কড়ি খরচ করে ব্রায়েনের খাবার জোগাড় করে। ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।