বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ঘটনায় নিহত পারভেজ হাসান রাব্বির পিতা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৫। মামলায় কিশোর উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম দৈনিক ইনকিলাবকে জানান, মামলা হয়েছে। তদন্ত চলছে। দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন ঘটনা নলেজে আসার পর থেকে রাতদিন সমানতালে এই বিষয়টি নিয়েই আছি। তদন্তে সবকিছু বের হয়ে আসবে। আমাদের টিম সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। আমি নিজেও কঠোরভাবে মনিটরিং করছি।
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জনা যায়, এসপির দুরদর্শীতায় ঘটনা ধামাচাপা দিতে পারেনি। টানা প্রায় ৬ঘন্টা চেপে রাখলেও এসপির নলেজে আসার সাথে সাথেই কার্যকরনী পদক্ষেপ নিয়েছেন। ছুটে গেছেন ঘটনাস্থলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।