Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে করোনা রিপোর্ট নেগেটিভের ২ দিন পর একজনের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ৬:১০ পিএম

পটুয়াখালীর বাউফলে করোনা রিপোর্ট নেগেটিভ আসার দুই দিন পরে করোনা উপসর্গ নিয়ে মোঃ মোখলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার দিবাগত রাত সোয়া ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মোখলেছুর রহমান বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। সে উপজেলা রিক্সা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। এ তথ্য নিশ্চিত করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ মোঃ আক্তারুজ্জামন বলেন, করোনা উপসর্গ নিয়ে কয়েক দিন আগে মোখলেছুর রহমান হাসপাতালে ভর্তি হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গত ৯ আগষ্ট শনিবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরে বুধবার তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে শারীরিক আবস্থার অবনতি হলে ওই দিন রাত সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ