নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেট দূরের কথা, কখনো খেলেননি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট কিংবা লিস্ট ‘এ’ ম্যাচ। অভিজ্ঞতা বলতে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লীগে সিটি ক্লাবের হয়ে গত বছর ৪ ম্যাচে ৮ উইকেট। মৌলভীবাজারের এই লিকলিকে ছেলেটির বোলিং দেখে রীতিমতো মুগ্ধ আকিব জাভেদ। এ বছরে রবি পেসার হান্ট এর আবিষ্কার বিমানবাহিনীতে চাকরিরত এই ছেলেটির হাই পারফরমেন্স স্কোয়াডে নির্বাচিত হওয়াটাই ছিল বিস্ময়। সেই ছেলেটির মাঝেই কি না ভবিষ্যতের মোহাম্মদ ইরফান দেখছেন বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে ঢাকায় এক সপ্তাহের জন্য আসা পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদÑ ‘এই শরীর নিয়ে এবাদত ঘণ্টায় ১৩৮ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করছে। কোচরা আমাকে জানাল ক্যাম্প শেষে সে বিমানবাহিনীতে যোগ দিবে। আমার মতে কারো উচিত তাকে চুক্তিবদ্ধ করা, অথবা ক্রিকেট সম্পর্কিত কিছু একটাতে তাকে চাকরি দেয়া। মোহাম্মদ ইরফানের কথা মনে করিয়ে দিয়েছে সে। আমরা ইরফানকে নিয়ে ৬ মাস কাজ করে প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য প্রস্তুত করেছিলাম। যদি এবাদত শরীরটা ঠিকঠাক মতো গড়তে পারে, তাহলে সে ভবিষ্যতে বাংলাদেশের ফাস্ট বোলার হবে।’
এবাদতের পাশাপাশি আবুল হাসান রাজু, আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহিকেও পছন্দ হয়েছে আকিব জাভেদের। তবে রাজুর ভবিষ্যৎ নিয়ে উচ্চাশা পোষণ করতে পারেননি আকিবÑ ‘রাজুর সামর্থ আছে, তবে ইনজুরি এবং আত্মবিশ্বাসই তার ক্ষেত্রে সমস্যা। তার পেস আছে, শরীরের কাঠামোও ভাল, অ্যাকশনও ভাল। তবে তাকে ওসব (ইনজুরি এবং আত্মবিশ্বাসের অভাব) থেকে বেরিয়ে আসতে হবে।’
তরুণ পেসারদের নিয়ে আকিব জাভেদের পাঠশালা গভীর মনোযোগ দিয়ে দেখেছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের এই উপস্থিতি আকিব জাভেদের কাজে সহায়ক হয়েছে বলে মনে করছেন আকিব জাভেদÑ ‘মাশরাফি এখানে থাকায় খুব সহায়ক হয়েছে। মাশরাফিকে আমি জিজ্ঞেস করেছি, যদি কোন বোলারের বল ল্যান্ডিং এবং লাইন লেন্থটা ঠিকঠাক মতো না হয়, তাহলে কি তুমি কাকে নির্বাচিত করবে? উত্তবে সে বলেছে ‘না’। তখন আমি জিজ্ঞেস করেছি, তুমি কি চাও? তখন সে বলেছে, কন্ট্রোল ঠিক রেখে সঠিক জায়গায়, নিখুঁতভাবে বল করতে পারে, এমন কাউকে চায়।’
এই ৬ দিনে গতি, সুইং, বাউন্স অনেক কিছুই শিখিয়েছেন আকিব জাভেদ। পাশাপাশি লিজেন্ড বোলারদের বৈশিষ্ট নিয়ে আলোচনা করেছেন অনেক কিছুÑ ‘আমি বলেছি, নিজেকে আবিষ্কার করো। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের বোলার আছে। এই যেমন শোয়েব আক্তার, ব্রেট লি,শন টেইটের আছে পেস। জোয়েল গার্নার, মোহাম্মদ ইরফানের বাউন্স। পেসের সঙ্গে সুইং আছে সেখানে শন পোলক, চামিন্দা ভাস, মোহাম্মদ আসিফের। দূরূহ অ্যাকশন আছে মালিঙ্গা, মুস্তাফিজ এবং সোহেল তানভীরের। কোন ক্যাটারীকে তোমার পছন্দ, তা ঠিক করতে পারলে জীবনটা সহজ হয়ে যাবে। দলে তোমার ভূমিকাটা আগে ভাল করে বুঝতে হবে। ব্রেট লি হবে বলে মনস্থির করে ১৩০ কিলোমিটার গতিতে বল করে অনেককে ধ্বংস হতে দেখেছি।’
গত শুক্রবার বিকেলে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিশেষ ক্যাম্পের জন্য পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছিল বিশেষজ্ঞ কোচ আকিব জাভেদকে। বাংলাদেশ পেসারদের সঙ্গে ছয়দিন কাটিয়ে আজ ফিরে যাচ্ছে পাকিস্তানে। এই ছয়দিনের কোচিংকে যথেষ্ট বলে মনে করছেন আকিব জাভেদÑ ‘আমি লম্বা সেশনে বিশ্বাসী নই। ছয়দিনে প্রয়োজনীয় জ্ঞান দেয়ার জন্য যথেষ্ট। আজকের (গতকাল) পর আমার কাছে মনে হয়েছে ওদের নতুন কিছু দেবার মতো আমার কাছে কিছু নেই। অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে কথা বলার একটা সীমাও আছে। তারা যা জানে, সে বিষয়ে কথা বলা উচিৎ নয়। তাদের উন্নতির জন্য কিছু একটা বের করে আনতে হবে। আমার মনে হয় আমি জাতীয় দল এবং তরুণ বোলারদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। সঠিক অনুশীলন একজন মানুষকে পরিপূর্ণ করে তুলতে পারে, তা বোঝাতে পেরেছি। নতুন বলে ডান হাতি এবং বাঁহাতি ব্যাটসম্যানের জন্য কিভাবে বল করতে হবে তা শিখিয়েছি। ম্যাচে নতুন বল দিয়ে কি করে পেস নিয়ন্ত্রণে আনতে হয়, কেমন ডেলিভারি দিলে মেডেন ওভার পাওয়া যাবে, ম্যাচে একটি নতুন, সেমি নতুন ও পুরাতন বল কতটা দক্ষতার সাথে ব্যবহার করতে হয়। আমি তাদের ভিডিও দেখেছি এবং তাদের কৌশলগত দিকেগুলো নিয়ে আলোচনা করেছি। অন্য কোচদের সহায়তায় আমি তাদের টেকনিক কার্যকারিতা, ডেথে বোলিং করা, মাঝের ওভার, নতুন বল, প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস- এসব কাজগুলো করেছি। চাপের মুখে কীভাবে খেলবে, শারীরিক ভাষা কেমন হতে হবে, কখন আক্রমণে যেতে হবে, কখন প্রতিহত করতে হবে, বৈচিত্র আনতে হবে। এসব আলোচনা করেছি।’
আকিবের টিপস মাথায় ঢুকলেই হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।