Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে সর্বোচ্চ ১০জন করোনা পজিটিভ, মোট ১০২

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১:০৮ পিএম

টাঙ্গাইলের সখিপুরে সর্বোচ্চ নতুন ১০জন করোনা পজিটিভ সনাক্ত। এ নিয়ে মোট ১০২জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সখিপুরে কেউ করোনা সনাক্ত হয়ে মারা যায়নি। তবে দুইজন মারা যাওয়ার পর করোনা সনাক্ত হয়েছে। বুধবার(১২আগষ্ট)সকালে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা পজিটিভ নতুন ১০জন হলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক,সহকারি স্বাস্থ্য পরিদর্শক,পাবনা সড়ক ও জনপদের উপসহকারি প্রকৌশলী একজন, উপজেলার বড়চওনা এলাকায় তার বাড়ি,ছোটমৌষা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকসহ তিনজন,সিলিমপুর গ্রামে কুয়েত ফেরত একজন,চাকদহ গ্রামের একজন,সখিপুর শামীম টাওয়ারের একজন ব্যবসায়ী,কচুয়া পুকুরপাড় এলাকার একজন গৃহিনী। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, এ পর্যন্ত ৮৩৩জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে,এর মধ্যে ১০২জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ৫১জন বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বাকীরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। দুইজন মারা যাওয়ার পর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ