মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অন্যান্য দিনের মতোই ১০ আগস্ট সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিফিং শুরুর কয়েক মিনিটের মাথায় বাইরে আচমকা গুলির শব্দে সংবাদ সম্মেলন ছেড়ে যান তিনি। প্রায় ১০ মিনিট পর সংবাদ সম্মেলনে ফিরে ট্রাম্প জানান, নিরাপত্তা বাহিনী বিষয়টি দেখছে। পরিস্থিতি এখন খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও গুলির বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার স্বাভাবিকভাবেই শুরু হয় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলন। পোডিয়ামে এসে য্ক্তুরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন ট্রাম্প। কয়েক মিনিটের মাথায় তার দিকে এগিয়ে আসেন সিক্রেট সার্ভিসের এক কর্মী। কিছু একটা বলতেই ট্রাম্প তার সঙ্গে হেঁটে পিছনের দরোজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ঘটনাস্থলে উপস্থিত মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন এবং ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক রাসেল ভটও তার সঙ্গে ভেতরে প্রবেশ করেন। অপর এক কর্মী দরজা বন্ধ করে দেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংবাদকর্মীরা কারণ জানতে মরিয়া হয়ে ওঠেন। হোয়াইট হাউসের উত্তর লনে অবস্থান নেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। খানিক বিশৃঙ্খল পরিস্থিতির পর প্রায় ১০ মিনিটের মাথায় পোডিয়ামে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিল। অপরদিকে সিএনএনের খবরে বলা হয়, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রæপ অব সেভেনের (জি-৭) সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবারের জি-৭ সম্মেলন স্থগিত করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি নির্বাচনের কিছু সময় পরে এটি আয়োজন করতে মুখিয়ে আছি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার সংক্রমণের ঝুঁকিতে এটি গত মে মাসে স্থগিত করে দেওয়া হয়। জানা গেছে, স্থগিত হওয়া এবারের জি-৭ সম্মেলনের সভাপতিত্ব করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ট্রাম্প জানিয়েছেন সম্মেলন উপলক্ষে এখনো কাউকে আমন্ত্রণ জানায়নি মার্কিন সরকার। আগামী জি-৭ নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অংশ নেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তাকেও আমন্ত্রণ জানানো হবে, কারণ সে গুরুত্বপ‚র্ণ একজন ফ্যাক্টর। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি চান এ সম্মেলন নির্বাচনের পরে হোক। আগামী সেপ্টেম্বরে এর আয়োজন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, আয়োজক দেশ হিসেবে তার দেশের পক্ষ থেকে এখনও পর্যন্ত জোটের অন্য সদস্য দেশগুলোর নেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে সদস্য দেশগুলোর বাইরে জোটের সদস্য নয় এমন দেশগুলোর নেতাদেরও দাওয়াত পাঠানো হবে বলে জানান ট্রাম্প। গার্ডিয়ান, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।