Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে আক্রান্ত ১০০, ব্যবসায়ীর মৃত্যু

এ যাবত মৃতের সংখ্যা ৭৯

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৬:২৯ পিএম

নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আরও ১০০জন আক্রান্ত হয়েছে। যা এযাবতকালের সর্বোচ্চ আক্রান্ত। এদিকে কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছায়েদুল হক (৬১) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের বাসিন্দা।

 

মঙ্গলবার বিকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, ছায়েদুল হক নামের ওই ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরে জ¦র ও শ^াস কষ্টে ভোগার পর রবিবার হাসপাতালে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। সোমবার সকালে বাটইয়া ইউনিয়নের কাচারিরহাট এলাকায় উনার মেয়ের বাড়ীতে মারা যান তিনি। দুপুরে একরামুল উম্মাহ ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে। ওইদিন বিকালে আসা রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯জন।  

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলার সদরে ১৭, সুবর্ণচরে ৬, হাতিয়ায় ৬, বেগমগঞ্জে ৮, সোনাইমুড়ীতে ৭, চাটখিলে ২, সেনবাগে ৬, কবিরহাটে ২২ ও কোম্পানীগঞ্জে ২৬জনসহ নতুন আক্রান্ত ১০০জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৬৭৬জনের। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৫১৮, আইসোলেশনে রয়েছেন ১০৮৮ ও মারা গেছেন ৭০জন। করোনা সংক্রমন রোধে মঙ্গলবার থেকে বাড়ী ভিত্তিক লকডাউন শুরু করা হয়েছে।

 

†bvqvLvjx‡Z AvµvšÍ 100, e¨emvqxi g„Zz¨

G hveZ g„‡Zi msL¨v 79

 

†bvqvLvjx ey¨‡iv t †bvqvLvjx‡Z bZzb K‡i K‡ivbv fvBiv‡m AviI 100Rb AvµvšÍ n‡q‡Q| hv GhveZKv‡ji m‡e©v”P AvµvšÍ| Gw`‡K KweinvU Dc‡Rjvq K‡ivbvq AvµvšÍ n‡q gviv †M‡Qb Qv‡q`yj nK (61) bv‡gi GK e¨emvqx| wZwb Dc‡Rjvi b‡ivËgcyi BDwbq‡bi b~i †mvbvcyi MÖv‡gi evwm›`v|

 

g½jevi weKv‡j Z_¨¸‡jv wbwðZ K‡i‡Qb †bvqvLvjx †Rjv wmwfj mvR©b Wv. gvmyg Bd‡ZLvi|

 

KweinvU Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø‡·i †gwW‡Kj Awdmvi I K‡ivbv †dvKvj cvm©b Wv. mÄq Kzgvi bv_ Rvbvb, Qv‡q`yj nK bv‡gi IB e¨emvqx †ek K‡qKw`b a‡i R¦i I k^vm K‡ó †fvMvi ci iweevi nvmcvZv‡j G‡m cixÿvi Rb¨ bgybv w`‡q hvb| †mvgevi mKv‡j evUBqv BDwbq‡bi KvPvwiinvU GjvKvq Dbvi †g‡qi evox‡Z gviv hvb wZwb| `ycy‡i GKivgyj D¤§vn dvD‡Ûk‡bi mnvqZvq ¯^v¯’¨ wewa †g‡b Zv‡K `vdb Kiv n‡q‡Q| IBw`b weKv‡j Avmv wi‡cv‡U© IB e¨w³i K‡ivbv cwRwUf Av‡m| Dc‡Rjvq †gvU g„Zz¨i msL¨v 9Rb| 

 

†Rjv wmwfj mvR©b Wv. gvmyg Bd‡ZLvi e‡jb, †Rjvi m`‡i 17, myeY©P‡i 6, nvwZqvq 6, †eMgM‡Ä 8, †mvbvBgyox‡Z 7, PvUwL‡j 2, †mbev‡M 6, Kweinv‡U 22 I †Kv¤úvbxM‡Ä 26Rbmn bZzb AvµvšÍ 100Rb| †Rjvq †gvU K‡ivbv kbv³ n‡q‡Q 3676R‡bi| hvi g‡a¨ my¯’¨ n‡q‡Qb 2518, AvB‡mv‡jk‡b i‡q‡Qb 1088 I gviv †M‡Qb 70Rb| K‡ivbv msµgb †iv‡a g½jevi †_‡K evox wfwËK jKWvDb ïiæ Kiv n‡q‡Q|

# # #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ