Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় আরো আক্রান্ত ১৬২ : মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ২:১৭ পিএম

সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬২ জন। তবে এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের মধ্যে সিলেট ৯০, মৌলভীবাজারের ৮, সুনামগঞ্জের ৩০ ও হবিগঞ্জের ৩৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্ত ৮৮১১ জনের মধ্যে সিলেট ৪৭৪৯, মৌলভীবাজার ১১২০, সুনামগঞ্জে ১৬৪৬ ও হবিগঞ্জে ১২৯৬ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত১৪৪ জন ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৭৭, মৌলভীবাজারে ১৭, সুনামগঞ্জে ১২ ও হবিগঞ্জে ৩৮ জন। এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন করোনামুক্ত হয়েছেন । এর মধ্যে সিলেটে ২৫, মৌলভীবাজারে ১৩ সুনামগঞ্জে ৩৫ ও হবিগঞ্জে ২৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৩০ জন। এর মধ্যে সিলেটে ১৪১৬, মৌলভীবাজারে ৬৯৫, সুনামগঞ্জে ১২৭১ ও হবিগঞ্জে ৮৪৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানায় , গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৭০৭১ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ১৬৫০০ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে ৫৭১ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৩৫৩, মৌলভীবাজারে ৮৮ সুনামগঞ্জে ৯৬ ও হবিগঞ্জে ৩৪ জন। আজ পর্যন্তবিভাগের ৩৮৮ জন হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন । এর মধ্যে সিলেটে ৮৩, মৌলভীবাজারে ১০৮ সুনামগঞ্জে ৪৮ ও হবিগঞ্জে ১৪৯ জন। এদিকে, বিভাগে গতকাল করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। মত্যুর সংখ্যা এখন পর্যন্ত ১৫৩। এর মধ্যে সিলেট ১১২, মৌলভীবাজারে ১৩ সুনামগঞ্জে ১৭ ও হবিগঞ্জে ১১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ