বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নতুন করে তিন পুলিশ কর্মকর্তাসহ চার জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে নাজিরপুর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে নাজিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, এস.আই. মোঃ গোলাম সরোয়ার, ডি.এস.বি মোঃ নেছারউদ্দীন ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কমúাউন্ডার বিপ্লব কর্মকার রয়েছেন। ১১ আগস্ট (মঙ্গলবার) ঐ চারজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলা প্রশাসন, চিকিৎসক, ব্যাংক, পুলিশ, এনজিও কর্মকর্তা সহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৫ জনে। সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আঠাশজন সুস্থ হয়েছেন, বাকী ৩৫ জন আই সোলেশনে এবং দুইজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোঃ ফজলে বারী এ তথ্য নিশ্চিত করেন। দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় ভাবে পিরোজপুরের নাজিরপুর থানার সকল কর্মকর্তা কর্মচারী থাকার পরেও নাজিরপুর থানার ওসি(তদন্ত) মোঃ জাকারিয়াসহ দুই কর্মকর্তা প্রাণঘাতী সংক্রামণব্যাধী করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত কয়েকদিন ধরেই তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়। এদিকে করোনা সংক্রমন ঝুঁকির মধ্যেও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানছেনা অনেক মানুষ। মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।