নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অনূর্ধ্ব-২১ জাতীয় হকি ক্যাম্প দলের ক্যাম্প শুরু হয়েছে ৯ আগস্ট। ক্যাম্পে ডাকা ২০ জনের মধ্যে রিপোর্ট করেছেন ১৬ জন। শনিবার তাদের করোনা পরীক্ষা করা হলে দুইজনের ফল এসেছে পজিটিভ। এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন,‘বিকেএসপির দুই খেলোয়াড় রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান জয়ের করোনা পজিটিভ হয়েছে। বাকি ১৪ জন নিয়ে রোববার বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে শুরু হয়েছে। করোনা পজিটিভ দুইজনকে বিমান বাহিনীর ঘাঁটিতেই আইসোলেশনে রাখা হয়েছে।’
স্বাস্থ্যবিধি মেনে বাহফে বিমান বাহিনীর তত্ত্বাবধানে এই ফিটনেস ক্যাম্প শুরু করেছে। করলো। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। স্থগিত হওয়া অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ আগামী বছর ঢাকাতেই হবে। খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার জন্য বাহফে সরকারের অনুমতি নিয়ে এই ক্যাম্পের আয়োজন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।