মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবানের গুরুত্বপূর্ণ ৪০০ বন্দীকে মুক্তি দেয়ার পর দেশটির সরকারের সাথে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে তালেবান। আফগান সরকার ৪০০ তলেবান সদস্যকে মুক্তি দেয়ার পর রবিবার (৯ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের দোহা অফিসের মুখপাত্র সুহাইল শাহিন স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, ৪০০ বন্দীর মুক্তির এক সপ্তাহ পর তালেবান শান্তি প্রক্রিয়ায় যুক্ত হবে এবং আশা করা হচ্ছে কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মুখোমুখি আলোচনা হবে।
সুহাইল শাহিন জানান, আফগান সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আব্বাস স্তানিকজাই তালেবানের নেতৃত্ব দেবেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন সরকারের সঙ্গে সই হওয়া শান্তি চুক্তির ব্যাপারেও তিনি তালেবানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালবানের ছয় সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।