Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধিনিষেধ শিথিল করায় রাশিয়ার ক্রিমিয়ায় পনের লাখ পর্যটক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৭:৪০ পিএম

করোনায় বিধিনিষেধ শিথিল করায় রাশিয়ার ক্রিমিয়ায় প্রায় পনের লাখ পর্যটকের ভীড়!ক্রিমিয়া সৈকতে পর্যটকের ঢল নেমেছে। গত জুলাই মাসে দেড় মিলিয়ন পর্যটক আসে ক্রিমিয়ায়। আগস্টে এ সংখ্যা আরো বেশি হবে বলে পর্যবেক্ষকরা ধারণা করছে। -আরটি

ক্রিমিয়ার আঞ্চলিক গভর্নর সের্গেই আকসিনোভ জানান গত জুলাই মাসে ১ দশমিক ৪৩২ মিলিয়ন পর্যটক ক্রিমিয়া সফর করেছে। এদের ৬০ শতাংশ ক্রিমিয়া সেতু দিয়ে বাস বা নিজস্ব গাড়িতে করে এসেছে। এক তৃতীয়াংশ বিমান ও বাকি ৫ শতাংশ এসেছে ট্রেনে করে। ক্রিমিয়ার হোটেলগুলোর ৮০ শতাংশই পরিপূর্ণ হয়ে যায় অতিথিদের আগমনে। আগস্টে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে পর্যটক বাড়বে বলে আশা করা হচ্ছে। ক্রিমিয়ার পর্যটক মন্ত্রী ভাদিম ভলচেনোকে বলেন আগস্টে আমরা কম করে হলেও ১৮ লাখ পর্যটক আশা করছি। ইতিমধ্যে হোটেল বুকিং এবং রাস্তায় লোকজনের ভীড় বাড়ছে। যা কোভিডের আগের সময়ের চেয়ে বেশি।

২০১৮ সালে ক্রিমিয়ায় ভ্রমণ করে ৬৮ লাখ পর্যটক এবং তা গত বছর বৃদ্ধি পায় ৭৪ লাখে। গ্রীষ্মকালীন ছুটিতে এবার প্রথম তিন মাস কোভিডের কারণে পর্যটকরা আসতে পারেনি। ফলে গত বছরের চেয়ে এবার পর্যটকদের সংখ্যা অন্তত ১০ থেকে ১৫ শতাংশ হ্রাস পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ