নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে বুধবার থেকে। শেষ আটের চার ম্যাচের পর পর্যায়ক্রমে দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে এই সাতটি ম্যাচ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামবে পিএসজি ও আতালান্তা। কাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ফলে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ৮ দলের লক্ষ্যস্থল এখন লিসবন। এখানে সরাসরি নকআউট ফরম্যাটে খেলবে দলগুলো। তবে তার আগেই একটা দুঃসংবাদ ফুটবলপ্রেমীদের ভাবিয়ে তুলেছে। আর তা হলো কোয়ার্টার ফাইনালের অন্যতম সেরা দল অ্যাটলেটিকো মাদ্রিদের (এটিএম) দুই ফুটবলার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত! শেষ আটে খেলতে যাওয়ার আগে এই খবর হতাশা ছড়িয়েছে এটিএম শিবিরে। দুই খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত এ তথ্য ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও তাদের কোন দুই ফুটবলারের দেহে এই ভাইরাস পাওয়া গেছে তা স্পষ্ট করে জানায়নি এটিএম কর্তৃপক্ষ। দুই খেলোয়াড়কেই তাদের নিজ নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। এটিএমের অন্য খেলোয়াড়দের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা খুব শিগগিরই জানানো হবে। কারণ বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামবে। এ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান লেইপজিগ।
এটিএম আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছে, ‘উয়েফা প্রোটোকল মেনে লিসবন সফরের দলের সকল সদস্যকে করোনা পরীক্ষা করা হয়। মাজাদাহোনদার সিউদাদ ডেপোর্টিভায় হয়েছে এই টেস্ট। ফলাফলে দেখা গেছে দুই ফুটবলার করোনা আক্রান্ত। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্প্যানিশ ও পর্তুগিজ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এছাড়া বাকিদের লিসবন যাওয়ার আগে আবার পিসিআর টেস্ট করানো হবে। দু’জন আক্রান্ত হওয়ায় অনুশীলনের সূচিতেও কিছুটা পরিবর্তন আসবে।’
গত ১৯ জুলাইয়ের পর থেকে আর কোনো ম্যাচ খেলেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়েই ফের মাঠে ফেরার অপেক্ষায় আছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।