Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন সুরক্ষা আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাই গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ পিএম

হংকংয়ের নতুন বিতুর্কত সুরক্ষা আইনে ‘মিডিয়া টাইকুনখ্যাত’ ও গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেপ্তার হয়েছেন।প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইয়ের বিরুদ্ধে ‘বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ’ হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। -আল জাজিরা
লাইয়ের অ্যাপল ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর সাতটার দিকে ১০ জন পুলিশ ৭২ বছর বয়সীর বাড়িতে প্রবেশ করেন। প্রতিবেদনের আরো বলা হয়েছে, লাইয়ের সঙ্গে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তার দুই ছেলে এবং পত্রিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন।

পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তাদের বয়স ৩৯ থেকে ৭২ বছরের মধ্যে। হংকংয়ের প্রবীণ রাজনীতিবিদ এমলি লাউ আল-জাজিরাকে বলেছেন, এই গ্রেপ্তার আমাদের খুব নেতিবাচক বার্তা দিল। যারা কথা বলতে চায়, বিশেষ করে গণমাধ্যমে তাদের জন্য এটি শঙ্কার বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ