মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন ভোটারদের ৬১ ভাগই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে অসৎ বলে মনে করেন। তারপরও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি ১০ ভাগ এগিয়ে আছেন। ফক্স নিউজের সর্বশেষ জনমত জরিপে এই তথ্য ওঠে এসেছে। ফক্স নিজউ বলছে, মার্কিন ভোটারদের সিংহভাগই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য বলে মনে করছেন না। কিন্তু মুশকিল হচ্ছে, তাদের সামনে কোনো যুতসই বিকল্প প্রার্থী নেই। কেননা রিপাবলিকান দল যাকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছে সেই ট্রাম্পকে হিলারির চাইতেও বেশি অযোগ্য মনে করছেন ভোটাররা। তার পরমত অসহিষ্ণুতা, লাগামহীন কথাবার্তা এবং দেশ পরিচালনার মতো দক্ষতা না থাকার কারণে তাদের হিলারিকেই বেছে নিতে হচ্ছে। এ কারণে এই জনমত জরিপে রিপাবলিকান প্রার্থীর চাইতে ১০ ভাগ এগিয়ে রয়েছেন হিলারি। সম্প্রতি পরিচালিত ওই জনমত জরিপে হিলারির পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ৪৯ ভাগ ভোটার। আর ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন শতকরা ৩৯ ভাগ মার্কিনী। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।