Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাত্র দশ মাসের মাথায় জাপানে নতুন মন্ত্রিসভা

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মাত্র দশ মাসের মাথায় ফের নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে জাপানে। গত বছর অক্টোবরে সর্বশেষ মন্ত্রিপরিষদ পুনর্গঠনের পর গত বুধবার ১৯ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শিনজো আবে, যেখানে ৮ জনই নতুন মুখ রয়েছেন বলে খবরে বলা হয়েছে। এ ছাড়া আগের মন্ত্রিপরিষদে থাকা ৮ জনকে আগের মন্ত্রণালয়েই রাখা হয়েছে।
গত বুধবার এ ঘোষণা আসার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা ইমপেরিয়াল ভবনে শপথ পাঠ করার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, গেল মাসের ১০ তারিখে উচ্চকক্ষের ভোটে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।   এনএইচকে, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাত্র দশ মাসের মাথায় জাপানে নতুন মন্ত্রিসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ