মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ব্যবহার করা সেনা ও বিমানঘাঁটিগুলো বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। খবরে বলা হয়, সম্প্রতি তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এক সমাবেশে বলেছেন, ঘৃণ্য সেনা অভ্যুত্থানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত রাজধানী আঙ্কারার একিনসি বিমানঘাঁটি বন্ধ করে দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এছাড়াও যে কয়টি সেনা ও বিমানঘাঁটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল সেগুলোও বন্ধ করার নির্দেশ দেয়া হবে। তুর্কি প্রধানমন্ত্রী জানান, ঘাঁটিগুলো বন্ধের পর একে সেনা অভ্যুত্থানের ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের জন্য স্মরণীয় স্থানে পরিণত করা হবে। একিনসি বিমানঘাঁটির পাশে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তুর্কি প্রধানমন্ত্রী। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।