Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোয় রাসায়নিক হামলার কথা জানত যুক্তরাষ্ট্র : মস্কো

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া বলেছে, সিরিয়ার আলেপ্পোয় গত মঙ্গলবারের রাসায়নিক হামলার আগেই বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপন্থি গেরিলারা এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৭ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। সিরিয়ায় প্রতিষ্ঠিত রুশ সমন্বয় কেন্দ্রের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সের্গেই চেভারকভ বুধবার বলেছেন, সোমবারের রাসায়নিক হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছিল। আলেপ্পোর হামলা সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাকফিরি গেরিলারা এ হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হারাকাত নূর আল দিন আল জেনকি নামের একটি গোষ্ঠী আলেপ্পোর পূর্বে সুক্কারি এলাকায় বিষাক্ত গ্যাসের হামলা চালায়। এ গোষ্ঠীটিকে আমেরিকা মধ্যপন্থি গেরিলা বলে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা আবাসিক এলাকায় এ হামলা
চালায়। এপি।



 

Show all comments
  • mehedi hassan ১১ এপ্রিল, ২০১৮, ৭:২৯ এএম says : 0
    পশ্চিমা দেশগুলো হিটলার কে অনুসরন করবে,শুধু পার্থক্য হল,হিটলার অপেন ভাবে কাজ করেছে আর এই কাপুরুষ গুলা গপনে কাজ করে জাচ্ছে,জার দোষ দিচ্ছে তাদের বিরধিদের।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোয় রাসায়নিক হামলার কথা জানত যুক্তরাষ্ট্র : মস্কো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ