Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী মুরিল্লোকে রানিংমেট করলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : টানা তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনী দৌড়ে নামা নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নিজের স্ত্রীর নাম ঘোষণা করেছেন। বর্তমানে সরকারের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করা ফার্স্টলেডি রোজারিও মুরিল্লো দেশটির রাজনীতিতে বেশ প্রভাবশালী। ৭০ বছর বয়সী ওর্তেগা গণমাধ্যমের সামনে খুব  বেশি না এলেও মুরিল্লোকে প্রায় প্রতিদিনই টেলিভিশনে দেখা যায়। ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী সাত সন্তানের জননী মুরিল্লো কবি হিসেবেও জনপ্রিয়। সব সময় উজ্জ্বল রঙের পোশাক ও দামি অলঙ্কার পরেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই দম্পতি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় কয়েকশ সমর্থক তাদের হাততালি দিয়ে উৎসাহ দেয়। যদিও বিরোধী দলগুলো এর মাধ্যমে মধ্য আফ্রিকার দেশটির সরকার ব্যবস্থায় পরিবারতন্ত্রের প্রচলন হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী মুরিল্লোকে রানিংমেট করলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ