Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬১ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১:২২ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় রাজশাহীতে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৭ জন।
আজ রোববার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৯৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৬৬৮ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯ জন, নওগাঁর ৯ জন, জয়পুরহাটে ১১ জন, বগুড়ায় ৫৬ জন ও সিরাজগঞ্জে ১৪ জন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ২৩৬ জন। এছাড়াও রাজশাহীতে ৩ হাজার ৫৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৮ জন, নওগাঁয় ৯৯৯ জন, নাটোরে ৬২৮ জন, জয়পুরহাটে ৮১৬ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৮৩ জন ও পাবনায় ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে রাজশাহীতে ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১১৭ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ হাজার ৬৬৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৮৪১, চাঁপাইনবাবগঞ্জে ২৫১ জন, নওগাঁয় ৮৫২ জন, নাটোরে ২৫৭ জন, জয়পুরহাট ২১১ জন, বগুড়ায় ৩ হাজার ৯৩২ জন, সিরাজগঞ্জ ৬৭০ জন ও পাবনায় ৬৫৪ জন। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ