মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আবারো বোমা ফাটালেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট সংক্ষেপে আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। মাত্র ক’দিন আগেই তিনি তার এই প্রতিদ্বন্দ্বীকে (ডেভিল) শয়তান বলে সমালোচিত হয়েছিলেন। গত বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে তার (হিলারি) পুরস্কার পাওয়া উচিত। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত তুলে ধরে ট্রাম্প বলেন, আপনারা, অরল্যান্ডো, সান বার্নার্ডিনো ও বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) হামলার ঘটনাগুলো স্মরণ করুন। বিশ্বের সর্বত্র একই ধরনের হামলা চলছে এবং এইসব হামলা চালাচ্ছে আইএস। এসময় তিনি বলেন, হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হওয়াটা তার জন্য লজ্জাজনক হবে। এছাড়া তিনি আরো বলেন, তার দল যে কোনো সময়ের চাইতে বেশি ঐক্য রয়েছে। তার ভাষায়, এর আগে আমরা এত বেশি ঐক্যবদ্ধ হইনি। এখানে জমায়েত হওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটি একটি বিশেষ ঘটনা। তবে বাস্তবতা এই, সাম্প্রতিক সময়ে লাগামহীন কথাবার্তার জন্য ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন রিপাবলিকান দলের নেতারাই। তাকে নিয়ে হতাশা প্রকাশ করতেও দেখা গেছে অনেককে। এর আগে তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চক্রান্তকারী ও শয়তান বলে উল্লেখ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং বারাক ওবামাকেও তিনি ছেড়ে কথা বলেননি। তিনি ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বাজে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। বুধবারের প্রচারণায় ট্রাম্প আরো দাবি করেন, ৯/১১ হামলার সময় তিনি যদিও মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তবে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ওই হামলা ঠেকাতেন। তার ভাষায়, যেসব সন্ত্রাসী তখন বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলা চালিয়েছিল তারা ট্রাম্প নীতির কাছে ধরাশায়ী হত এবং টুইন টাওয়ার কখনই ভেঙে পড়ত না। সিএনএন, ইউটিউব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।