Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন বিমান থেকে নামিয়ে দেয়া হয় মুসলিম মহিলাকে

অ্যাডেনডেন্ট ‘স্বাচ্ছন্দ্যবোধ’ না করায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১০ এএম

পাশের লোকটিকে আসন পরিবর্তন করতে বলায় শিকাগোয় সাউথইস্ট এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেয়া হয় একজন মুসলিম মহিলাকে। হাকিমা আব্দুল্লে তার পাশের লোকটিকে জিজ্ঞাসা করেন, তিনি তার আসনটি পরিবর্তন করতে পারেন কি না এবং তাতে তিনি রাজিও হয়েছিলেন। এতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় ফ্লাইট অ্যাটেনডেন্ট হাকিম আব্দুল্লেকে বিমান থেকে নামিয়ে আনেন।
এ ঘটনার পর, সোমালি বংশোদ্ভ‚ত এবং হিজাব পরা আব্দুল্লের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তার পেছনে ‘পক্ষপাতমূলক উদ্দেশ্য’ ছিল বলে বর্ণনা করে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) তদন্তের আহবান জানায়। সিএআইআর-এর জয়নব চৌধুরী বলেন, ‘এ অভিজ্ঞতার ফলস্বরূপ তিনি মারাত্মক সঙ্কট ও উদ্বেগে পড়েন। যাত্রীতে পরিপূর্ণ বিমানে তাকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল’।

মিজ চৌধুরী জানান, হাকিমা আব্দুল্লে সিয়াটলে একটি পরিবারের একজন গর্ভবতী সদস্যকে সহায়তা করার জন্য একটি কানেকটিং ফ্লাইটে একা ভ্রমণ করছিলেন। হাকিমা তার প্রতিবেশীকে আসন পরিবর্তন করতে বললে তিনি তাতে রাজি হন, তখন একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট হস্তক্ষেপ করে বলেন যে, এয়ারলাইন্সের আসন চিহ্নিতকরণের নীতি না থাকা সত্তে¡ও এটি অনুমোদিত নয়।

এতে হাকিমা জিজ্ঞাসা করলেন, কেন তিনি আসন পরিবর্তন করতে পারছেন না? ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে এ প্রশ্নের কোনও উত্তর না দিয়েই বিমান থেকে নেমে যেতে বলে। হাকিমা একজন সুপারভাইজারের সাথে কথা বলতে বলেন এবং কয়েক ঘণ্টা পরে সিয়াটেলের একটি ফ্লাইটে তার আসন বুক করা হয়।
পুলিশ ফ্লাইট অ্যাটেনডেন্টকে তার সিদ্ধান্তের পিছনে কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে, তিনি উত্তর দিয়েছিলেন যে, তিনি যাত্রীর সাথে ‘স্বাচ্ছন্দ্য বোধ করেন না’।

জয়রব চৌধুুরী সাউথইস্ট এয়ারলাইন্সের তদন্ত, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং আবদুল্লের বিমান ভাড়া পরিশোধের আহবান জানিয়েছেন। এ ঘটনা নিয়ে আলোচনার জন্য একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, যেখানে হাকিমা আবদুল্লের স্বামী আবুবকর ফাদাউ তার স্ত্রীর সমর্থনে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন, ‘তার স্ত্রী সবার সামনে কাঁদছিলেন’।

ফাদাউ ফোনে ফ্লাইট অ্যাটেনডেন্টের সাথে কথা বলেন এবং সীমিত ইংরেজিতে বলার কারণে কেন তার স্ত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হচ্ছে তা তাকে বোঝাতে বলেন। তিনি বলছিলেন, ‘তারা আমাকে উপেক্ষা করেছিল’।
এ দম্পতির আইনজীবী উইলিয়াম বার্গেস ইঙ্গিত দেন যে, ধর্মের ভিত্তিতে যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা ফেডারেল আইনের লঙ্ঘন এবং আরও যোগ করেন যে, তিনি একাই এ বছর মুসলমানদের কাছ থেকে প্রায় অর্ধ ডজন অনুরূপ অভিযোগ পেয়েছেন।

পাইলট নিরাপত্তা ইস্যু তোলায় গত মাসে এক মুসলিম দম্পতি এবং তাদের তিন সন্তানকে শিকাগো বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান থেকে নামতে বলা হয়েছিল। সূত্র : দ্য ট্রিবিউন।



 

Show all comments
  • বান্নাহ ৯ আগস্ট, ২০২০, ৪:৫৬ এএম says : 0
    খুবই দুঃখজনক ঘটনা
    Total Reply(0) Reply
  • কামাল ৯ আগস্ট, ২০২০, ৪:৫৭ এএম says : 0
    এসব দেশ আবার মানবাধিকার নিয়ে কথা বলে !
    Total Reply(0) Reply
  • Fayez Rahman ৯ আগস্ট, ২০২০, ১০:২০ এএম says : 0
    We condem this narrow-minded behavior.
    Total Reply(0) Reply
  • Kader sheikh ৯ আগস্ট, ২০২০, ১০:২৩ এএম says : 0
    Ei ghotonar tibro ninda janassi
    Total Reply(0) Reply
  • নুসরাত ৯ আগস্ট, ২০২০, ১০:২৪ এএম says : 0
    বিশ্বের অধিকাংশ জায়গায় মুসলমানরা নানাভাবে নির্যাতিত হচ্ছে
    Total Reply(0) Reply
  • কামরুজ্জামান ৯ আগস্ট, ২০২০, ১০:২৫ এএম says : 0
    আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Zahir Rahan ৯ আগস্ট, ২০২০, ১০:৩৫ এএম says : 0
    বিশ্বের অধিকাংশ জায়গায় মুসলমানরা নানাভাবে নির্যাতিত হচ্ছে
    Total Reply(0) Reply
  • Zahir Rahan ৯ আগস্ট, ২০২০, ১০:৩৫ এএম says : 0
    আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম-মহিলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ