Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননকে সহায়তা করতে ইন্টারন্যাশনাল এইড কনফারেন্সে যোগ দিচ্ছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ২:৪২ পিএম

লেবাননের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আগামী রোববার ইন্টারন্যাশনাল এইড কানফারেন্সে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে লেবাননের প্রেসিডেন্ট সহ অন্যান্য দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, তিনি এ সম্মেলন নিয়ে এরই মধ্যে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন এবং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সাথে ফোনে আলাদাভাবে কথা বলেছেন। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ নিয়ে ফোনালাপে গভীর শোক জানিয়েছেন দুই নেতা।
ট্রাম্প আরো জানান, আমরা লেবাননের হয়ে আগামী রোববার বৈঠকে বসতে যাচ্ছি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননবাসীর স্বাস্থ্য ও মানবিক চাহিদা পূরণে কাজ করে আসছে এবং আগামীতে আরো করবে।
বৈরুতের বন্দরে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে ৫ হাজার মানুষ।
এরই মধ্যে ফ্রান্স সহ অন্যান্য দেশ লেবাননে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সহ জরুরী সহায়তা পাঠিয়েছে। এছাড়া ৫০ হাজার মানুষের তিন মাসের খাবার সরবরাহ সহ আরো বেশি কিছু সাহায্য সহযোগিতা পাঠানোর কথা জানিয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট। সেই সাথে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।
প্রশাসনের উধ্বর্তন সূত্র বলছে, লেবাবনে আরো সহায়তার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ