Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত ২৯সহ মোট শনাক্ত ১৫০১

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৬:৪৩ পিএম

লক্ষ্মীপুরে নতুন করে আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫শ ১ জন। ৭আগষ্ট পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬জন। পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫জন।

অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১ হাজার ১শ ৭৫জন। এ দিকে করোনা আক্রান্ত ব্যক্তিরা সদর হাসপাতালসহ স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আবার কেউ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

মারা যাওয়া ব্যাক্তিরা কেউ হাসপাতাল অথবা কেউ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেন স্বাস্থ্য বিভাগ। আর এসব নিহত ব্যাক্তিদের দাফনসহ সব কাজ করে যাচ্ছেন, সবুজ বাংলাদেশ,ইনাফা,ব্লার্ড ডোনার্স ক্লাব ও নন্দন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ