বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র রিফাত হাসান (২২) হত্যাকান্ডের ঘটনায় মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার তারাবো পৌরসভার বরপায় এ ঘটনা ঘটে। রিফাত হাসান উপজেলার বরপা এলাকার বাসিন্দা ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে। বাবা নজরুল ইসলাম জানান, গত ৩১ জুলাই দিনগত রাত ২টার দিকে রিফাত হাসানকে বরপা এলাকার মইনউদ্দিন ভূঁইয়ার ছেলে রিফাত ভূঁইয়া, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাহিদ, রফিকুল ইসলামের ছেলে বাবু, মৃত আওলাদ হোসেনের ছেলে মৃদুল, মোশারফ হোসেনের ছেলে রাশেদসহ অজ্ঞাত আরও ৪-৫ জন রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় রিফাত ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল সকালে গ্রেফতারকৃত রিফাত ভূঁইয়ার বাবা মইনউদ্দিন ও মা রুবি বেগম নিহত রিফাত হাসানের বাবা নজরুল ইসলামকে হুমকি প্রদান করে। এরপর নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।