Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ হাজার কোটি ডলার ক্ষতি

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার তুরস্কের শুল্ক ও বাণিজ্যমন্ত্রী বুলেন্ট টুফেনকি ব্যর্থ অভ্যুত্থানের পেছনে এ পরিমাণ খরচের কথা জানান। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তুরস্কের শুল্ক ও বাণিজ্যমন্ত্রী অভ্যুত্থান প্রচেষ্টার রাতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের বর্ণনা দেন। তিনি বলেন, যুদ্ধবিমান, হেলিকপ্টার, অস্ত্র, বোমা, ভবন মিলিয়ে ব্যয় হয়েছে ১০ হাজার কোটি ডলার। আমার ধারণা আরও বেশিও হতে পারে। তিনি বলেন, অভ্যুত্থান প্রচেষ্টার সময় তুরস্ককে তৃতীয় বিশ্বের একটি দেশের মতো মনে হয়েছে। বাণিজ্য মন্ত্রী বুলেন্ট টুফেনকি বলেন, অভ্যুত্থানের প্রেক্ষাপটে কিছু বিদেশি অর্ডার বাতিল হয়েছে। বিভিন্ন সড়কে ট্যাংক মোতায়েন ও পার্লামেন্টে বোমা মারার ছবি প্রকাশিত হওয়ার পর বিনিয়োগকারীরা আসছেন না। এসব সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্ক সক্ষম হয়েছে। তিনি বলেন, অন্য দেশে অভ্যুত্থান হলে এক সপ্তাহের আগে মার্কেট খোলে না। অথচ তুরস্কে ১৫ জুলাই শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা হয় এবং এরপর মার্কেটগুলো স্বাভাবিক অবস্থার মতোই চালু থাকে। স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ হাজার কোটি ডলার ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ