Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৪৭ মুসলিমকে হত্যায় জড়িত নাইজেরীয় সেনাবাহিনী

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার জনগণের ওপর করা এক জনমত জরিপে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। গত ডিসেম্বরের একটি ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ চালিয়ে ৩৪৭ জন শিয়া মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে দেশটির সামরিক বাহিনীকে। এ সংক্রান্ত ১৯৩ পৃষ্ঠার প্রতিবেদনটি অনলাইনে উন্মুক্ত করে দেয়া হয়েছে। জনমত জরিপে জানা যায়, দুই দিনের এই হত্যাকা- শুরু হয়েছিল গত ডিসেম্বরের ১২ তারিখে। শিয়া ধর্মীয় নেতা জাকজাকির আহবানে শিয়া মুসলিমরা একটি ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন। ঐ জমায়েতের কারণে নাইজেরিয়ার সেনাপ্রধান (চিফ অব স্টাফ) লেফটেনেন্ট জেনারেল তুকুর ইউসুফ বুরাতাইয়ের গাড়িবহর আটকা পড়ে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরীয় সেনাবাহিনী ঐ ঘটনায় প্রচ- জুলুম খাটায়। সেনাবাহিনী ৩৪৭ জনকে হত্যা করে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের এক জায়গায় গণকবর দেয়। ঐ সহিংসতায় মোট ৩৪৯ জন নিহত হন। এরমধ্যে এক সেনা ও আরেক শিয়া মুসলিম পরবর্তীতে আটক অবস্থায় নিহত হন। জনমত নির্ভর এই প্রতিবেদন কমিশন গঠিত হয়েছিল নাইজেরিয়ায় কাদুনা রাজ্যের সরকার দ্বারা। প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সেনাবাহিনীর যে সব সদস্য এই হত্যাকা-ের সাথে জড়িত তাদের যথাযথ আইনে বিচার হওয়া উচিত। এই প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত পূর্বোক্ত প্রতিবেদনকে সমর্থন করছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৪৭ মুসলিমকে হত্যায় জড়িত নাইজেরীয় সেনাবাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ