মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জনপ্রিয় ভিডিও গেমস পোকেমন গো নিয়ে বিপাকে পড়েছে সারা বিশ্ব। অনেকেই নিষিদ্ধ করেছেন একে। এবার ইসরাইল তার সেনাবাহিনীতে নিষিদ্ধ করলো এই খেলা। কারণ তাদের ভয় এটা খেলতে গিয়ে অনেকে হয়তোবা গোপন কোন সামরিক তথ্য ফাঁস করে দেবে। ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, পোকেমন ভিডিও গেমস নিয়ে রীতিমত জ্বরাক্রান্ত বিশ্ব। জনপ্রিয় এই ভিডিও গেমস এতোটাই চিত্তাকর্ষক যে এটা খেলতে গিয়ে আনন্দের পাশাপাশি শুরু হয়েছে ভীতির উদ্রেক। বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। ইসরাইলের সামরিক সূত্র থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সৈনিক কিংবা অফিসার কেউই পোকেমন খেলতে পারবে না। পোকেমন অ্যাপটি চালাতে স্মার্টফোনে মানুষের অবস্থান (জিপিএস) এবং ক্যামেরা দরকার হয়। ইসরাইল কর্তৃপক্ষ মনে করছে, এটা করলে সামরিক ঘাঁটির অবস্থানসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি ফাঁস হয়ে যেতে পারে। সামরিক কর্তৃপক্ষ আরও আশংকা করছেন যে, পোকেমন গেমের কোন নকল সংস্করণ দিয়ে অনায়াসেই মানুষকে ব্যক্তিগত তথ্য দিয়ে দিতে ধোঁকায় ফেলতে পারে। তাছাড়া পোকেমন খেলতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন, সেই দিক দিয়ে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও চিন্তিত ইসরাইল।এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।