বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় নতুন করে আরো ৯২জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব(১৭৪টি) ও ঢাকার ল্যাবে পাঠানো(১৮২টি) মোট ৩৫৬টি স্যাম্পলের নমুুনা পরীক্ষা করা হয়। তাতে কুষ্টিয়ায় নতুন করে আরো(কুষ্টিয়া ল্যাবে ৬৪জন ও ঢাকা ল্যাবে ২৮জন) ৯২জন করোনা রোগী শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ৪৫ জন,মিরপুর উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ৮জন, খোকসা উপজেলায় ১৬ জন, ভেড়ামারা উপজেলায় ১জন ও কুমারখালী উপজেলায় ১৬জন।
জেলায় এ নিয়ে ১ হাজার ৮৪২ জন কোভিড রোগী শনাক্ত হলেন আর মারা গেছেন ৩৫ জন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।