Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভেনেজুয়েলার পার্লামেন্টে বিরোধীদের কর্মকা- স্থগিত

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টে বিরোধীদের কর্মকা- স্থগিতের নির্দেশ দিয়েছেন। নির্বাচনি তহবিল কেলেঙ্কারির দায়ে বিরোধী দলের তিন আইনপ্রণেতাকে না সরানো পর্যন্ত এ কর্মকা- স্থগিত থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আদালতের রায়ে বলা হয়, বিরোধীদলীয় আইনপ্রণেতারা আদালত অবমাননা করেছেন। ভেনেজুয়েলার বিরোধী দল গত সপ্তাহে উচ্চ আদালতের বিপরীতে এ তিন আইনপ্রণেতার পক্ষে অবস্থান নেয়। তাদের অভিযোগ আদালত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষায় ভিত্তিহীন জালিয়াতির অভিযোগপত্র কাজে লাগিয়েছে। উল্লেখ্য, নির্বাচনি তহবিল কেলেঙ্কারির কারণে এ তিন আইনপ্রণেতার বিরুদ্ধে তদন্ত চলছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলার পার্লামেন্টে বিরোধীদের কর্মকা- স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ