মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পশ্চিম ভারতে মুম্বাই ও গোয়াকে সংযোগকারী হাইওয়ের একটি ব্রিজ ধসে পড়ার পর ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি। সাবিত্রী নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া এই ব্রিজটি ব্রিটিশ শাসন আমলে তৈরি হয়েছিল। এনডিটিভি তাদের প্রতিবেদনে বলে, তীব্র বর্ষণের কারণে নদীর স্রোত বেড়ে রাত ১ টার দিকে হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি বাস নদীতে ভেসে গেছে। জানা যায়, প্রতিটি বাসে কমপক্ষে ১১ জন করে যাত্রী ছিল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়জিত দলের ৮০ জন সদস্য এবং ডুবুরী নদীটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু তীব্র ¯্রােতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদানোভিস রাতে এক টুইট বার্তায় জানান, নদীটির ওপর দিয়ে দুটি ব্রিজ তৈরি করা হয়েছে। নতুন ব্রিজটির কোন ক্ষতি না হলেও তীব্র ¯্রােতে ভেঙ্গে গেছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া পুরাতন ব্রিজটি। বিবিসি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।